নিজস্ব প্রতিবেদক : ৪ মে ২০২৩, বৃহস্পতিবার, ৮:৪৩:১৬
তেজগাঁও অগ্রগামী ক্লাব ৬ : ১ ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব
জীবনের হ্যাটট্রিকের উপর ভর করে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে তেজগাঁও অগ্রগামী ক্লাব সহজ জয় পেয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ৩ মে এক তরফার এ লড়াইয়ে তেজগাঁও অগ্রগামী ক্লাব ৬-১ গোলে হারিয়েছে ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাবকে।
এ ম্যাচে জয়ী দলের জীবন হ্যাটট্রিকসহ একাই করেন চার গোল। অপর দুটি গোল করেন আরমান। বিজিত দলের মো. আকাশ একটি গোল শোধ করেন।
Rent for add