নিজস্ব প্রতিবেদক : ৩ মে ২০২৩, বুধবার, ৫:৫৫:৪৮
রাশুর হ্যাটট্রিক দিয়ে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগ মঙ্গলবার (২ মে) থেকে মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে রাশুর হ্যাটট্রিকে ঢাকা ইয়াংস্টার ক্লাব ১০-০ গোলে ঢাকা হকি ক্লাবকে পরাজিত করে। অপর ম্যাচে উদিতি ক্লাব ২-১ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে।
৭ দলের অংশগ্রহণে লিগের অপর তিন দল হচ্ছে ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব, তেজগাঁও অগ্রগ্রামী ও রক্তিম সংঘ।
পাঁচ বছর পর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গড়ানো দ্বিতীয় বিভাগ হকি লিগের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু। এ সময় হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা ইয়াংস্টার ক্লাব ১০ : ০ ঢাকা হকি ক্লাব
রাশুর হ্যাটট্রিকের উপর ভর করে ইয়াংস্টার ১০-০ গোলে ঢাকা হকিকে পরাজিত করে। রাশুর হ্যাটট্রিক ছাড়াও জয়ী দলের নৈঋত হাসান, নাজমুস সাবিত ও কাওসার দুটি করে এবং অপর গোল করেন প্রেমান্ত দেবনাথ।
উদিতি ক্লাব ২ : ১ বর্ণক সমাজ
প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে উদিতি ক্লাব ২-১ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে। ম্যাচের ৩ মিনিটে গোলাম রাব্বির পেনাল্টি কর্নার থেকে গোলে উদিতি ক্লাব (১-০) এগিয়ে যায়। কিন্তু মিনিট দুয়েক পরই অতুল রায়ের ফিল্ড গোলে বর্ণক সমাজ (১-০) সমতায় ফেরে। তবে ৪০ মিনিটে রায়হানের গোলে উদিতির জয় (২-১) নিশ্চিত হয়।
Rent for add