নিজস্ব প্রতিবেদক : ২ মে ২০২৩, মঙ্গলবার, ৬:৩৬:০২
অবশেষে পাঁচ বছর পর আজ (২ মে) মঙ্গলবার থেকে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগ মাঠে গড়াচ্ছে। সবশেষ ২০১৭ সাল এই লিগ অনুষ্ঠিত হয়েছিল।
আজ মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু।
এ বছর লিগে৭টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। দলগুলো হচ্ছে ইস্ট অ্যান্ড গ্রিন ক্লাব, বর্ণক সমাজ, তেজগাঁও অগ্রগ্রামী, রক্তিম সংঘ, ঢাকা ইয়াং স্টার, উদিতি ও ঢাকা হকি ক্লাব।
লিগে অংশগ্রহণকারী প্রতিটি দলকে পার্টিসিপেশন মানি হিসেবে ১ লাখ টাকা করে দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এ বছর সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠতি হবে।
Rent for add