• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

কম্বাইন্ড ও ব্যাচেলার্সের জয়

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ও ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব নিজ নিজ খেলায় জয় পেয়েছে। আজ শনিবার এ দুটি খেলা মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

কম্বাইন্ড ৪ : ১ মুক্তবিহঙ্গ
কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে মুক্তবিহঙ্গ তরুণ সংঘকে পরাজিত করেছে। খেলার ১৮ মিনিটে বালকার সিংয়ের গোলে এগিয়ে যায় কম্বাইন্ড (১-০)। ২২ মিনিটে জাগজিৎ সিংয়ের গোলে সমতায় ফেরে মুক্তবিহঙ্গ (১-১)। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১ মিনিটে বালকার সিং আবারো গোল করে দলকে এগিয়ে (২-১) নেন। এরপর ৩৪ মিনিটে আকাশদ্বীপ সিং (৩-১) এবং ৩৯ মিনিটে সোহেল গোল করেন (৪-১)।

ব্যাচেলার্স ৪ : ১ ফরাশগঞ্জ
ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাবের কাছে ৪-১ গোলে হেরেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। খেলার ৫ মিনিটে রিমনের গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ (১-০)। তবে ১০ মিনিটে পাভেলের গোলে সমতায় ফেরে ব্যাচেলার্স। এক মিনিটের ব্যবধানে আবারো এগিয়ে যায় ব্যাচেলার্স। তুহিন গোল করে ব্যবধান (২-১) করেন। এরপর ব্যাচেলার্সের হয়ে ১৯ মিনিটে সোহেল এবং ৫৪ মিনিটে সুমন আরো দুটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-১ গোলে।

 

Rent for add