• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

কম্বাইন্ড-ব্যাচেলার্সের সহজ জয়

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে ৩ এপ্রিল কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব ও ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব নিজ নিজ খেলায় জয় পেয়েছে। দুটি খেলাই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

কম্বাইন্ড ৫ : ২ ফরাশগঞ্জ
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলে হারিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়েন কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। জয়ী দলের সোহেল ৯ ও ৩১ মিনিটে জোড়া গোল করেন। এছাড়া ৪ মিনিটে বালকার সিং, ৩৪ মিনিটে রাকিব এবং ৪৩ মিনিটে আকাশদ্বীপ সিং একটি করে গোল করেন।

তবে বিজিত দলের হয়ে ৪২ মিনিটে ধনঞ্জয় এবং ৪৮ মিনিটে মেহেদীর গোল করে পরাজয়ের ব্যবধান বেশ খানিকটা কমিয়ে আনেন।

ব্যাচেলার্স ৭ : ০ শান্তিনগর
ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব ৭-০ গোলে শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সহজ জয় পেয়েছে। ১৭ মিনিটে তানভীরের গোলে শুরু (১-০)। এরপর রিসতার ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন। বিরতি থেকে ফিরে ব্যাচেলার্স আরো ৫ গোল শান্তিনগরের জালে পুরেন।

৩৩ মিনিটে রিপনের গোলে সহজ জয়ে হাঁটতে শুরু করে দলটি (৩-০)। ৩৭ মিনিটে মেহেদীর গোলে ব্যবধান দাঁড়ায় এক হালিতে (৪-০)। এরপর ৫৪ ও ৫৫ মিনিটে পাভেল পরপর দুটি গোল করলে জয়টা বড় হতে শুরু করে (৬-০)। ৫৬ মিনিটে আবরার গোলে ৭-০ গোলে হারায় শান্তিনগরকে।

Rent for add