• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ফিরলো সেই দাপুটে ঊষা

ঊষা ৭ : ১ ঢাকা হকি

ইশরাত ইকতিদারের হ্যাটট্রিকের উপর ভর করে অঘোষিত এক ফাইনালে এক ম্যাচ হাতে রেখেই গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার বিভাগ হকি লিগে ফিরলো ঢাকাই মাঠের সেই দাপুটে ঊষা ক্রীড়া চক্র।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২ এপ্রিল জিতলেই চ্যাম্পিয়ন- এমন সমীকরণে হকি ঢাকা ইউনাইটেডের মুখোমুখি হয় পুরনো ঢাকার ঐতিহ্যবাহী এই দলটি। একতরফার লড়াইয়ে ঊষা ৭-১ গোলে হকি ঢাকাকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে।

ঊষার ভারতীয় ফরোয়ার্ড ইশরাত ইকতিদারের হ্যাটট্রিকে ম্যাচটি সহজ জয়ে পরিণত হয়। এছাড়া দেবাশীষ কুমার রায়ের জোড়া গোলের পাশাপাশি বাগাত সিং ডিলন ও হাবিব হোসেন একটি করে গোল করেন। তবে হকি ঢাকার হয়ে একটি গোল পরিশোধ করেন তাওহিদ।

খেলার ১০ মিনিটে বাগাত সিংয়ের গোলে এগিয়ে যায় ঊষা (১-০)। এক মিনিট পর ইশরাত ইকতিদারের গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) হয়। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে থাকা ঊষাকে দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা প্রতিরোধ করতে সমর্থ হলেও তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আটকে রাখতে পারেনি। খেলার ৩৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে দলটি সহজ জয়ের পথে (৩-০) হাঁটতে থাকে। এরপর ৪০ ও ৪১ মিনিটে পরপর টানা দুই গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইশরাত ইকতিদার (৫-০)। ৪৪ মিনিটে দেবাশীষ কুমারের গোলে (৬-০) বড় জয়ের পথে এগিয়ে যায়। কিন্তু ৫০ মিনিটে তাওহিদের গোলে হকি ঢাকা ব্যবধান (১-৬) কমিয়ে আনে। তবে ৫৫ মিনিটে হাবিব হোসেন ঊষার পক্ষে সপ্তম গোল করে (৭-০) হকি ঢাকার কফিনে হারের শেষ পেরেকটি ঠুকে দেন।

এ বছর ১১ দল নিয়ে এবার লিগ শুরু হয়। প্রত্যেক দল ১০টি করে ম্যাচ খেলবে। ঊষা লিগে নিজেদের ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে। অন্যদিকে হকি ঢাকা ৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয়স্থানে রয়েছে।

Rent for add