• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

বালকারের ডাবল হ্যাটট্রিকে গোলবন্যায় ডুবলো শান্তিনগর

কম্বাইন্ড ১৬ : ০ শান্তিনগর
বালকার সিংয়ের ডাবল হ্যাটট্রিক আর সোহেলের হ্যাটট্রিকের উপর ভর করে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স প্রথম বিভাগ হকি লিগে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব গোলের বন্যায় ভাসালো শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ১ এপ্রিল দিনের প্রথম খেলায় কম্বাইন্ড ১৬-০ গোলে শান্তিনগরকে পরাজিত করে।

ভারতীয় তারকা বালকার দলকে ডাবল হ্যাটট্রিক উপহার দেন। বালকার সিংই এবারের লিগে এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় যিনি ডাবল হ্যাটট্রিকের কীর্তি গড়লেন। এছাড়া সোহেলও হ্যাটট্রিক করেন। এছাড়া রাকিব ও আকাশ দ্বীপ সিং জোড়া গোল করেন। আর রোমান, তানভীর ও লিমন একটি করে গোল করেন।

এই জয়ে ৬ খেলায় কম্বাইন্ডের সংগ্রহ এখন ১২ পয়েন্ট। আর ৭ ম্যাচ খেলে শান্তিনগর এখনো পয়েন্টের মুখ দেখেনি।

ফরাশগঞ্জ ৫ : ১ শিশুকিশোর
দিনের দ্বিতীয় খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে হারিয়েছে শিশু-কিশোর সংঘকে। জয়ী দলের সোহেল জোড়া গোল করেন। এছাড়া ধনঞ্জয়, শারতাজ এবং সোহাগ একটি করে গোল করেন। শিশুকিশোরের হয়ে শিমুল এক গোল পরিশোধ করেন।

Rent for add