• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

এশিয়ান হকিতে সাঈদ সহসভাপতি ও রশিদ সিকদার সদস্য নির্বাচিত

এশিয়ান হকি ফেডারেশনের নির্বাচনে চার বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ সহসভাপতি এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তবে উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ আদেল।

আজ (২৪ মার্চ) শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান হকি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশের তিন বরেণ্য ক্রীড়া সংগঠক প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায় এ কে এম মমিনুল হক সাঈদ ২৯ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য এশিয়ান হকি ফেডারেশনে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সংগঠক এমন সর্বোচ্চ পদে প্রথম নির্বাচিত হলেন।

এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনিও পেয়েছেন ২৯ ভোট।

এছাড়া এশিয়ান হকি ফেডারেশনের গত কমিটিতে কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ আদেল নির্বাচনে ২৯ ভোট পেয়ে এশিয়ান হকি ফেডারেশনের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।

তবে ঘরোয়া হকিতে বিশেষ অবদান রাখায় এশিয়ান হকি ফেডারেশনের কংগ্রেস চলাকালীন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার ও সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ এশিয়ান হকি ফেডারেশনের অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড লাভ করেন।

উল্লেখ্য এশিয়ান হকি ফেডারেশনে প্রথমবারের মতো বাংলাদেশ হকি ফেডারেশনের তিন কর্মকর্তা প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। যা এক বিরল ঘটনাটাই বটে। এর আগে সর্বোচ্চ দুই জন ছিলেন।

এশিয়ান হকি ফেডারেশনের নির্বাচনে এ কে এম মমিনুল হক সাঈদ সহসভাপতি, আব্দুর রশিদ সিকদার কার্যনির্বাহী সদস্য ও সাজেদ এ আদেল উপদেষ্টা নির্বাচিত হওয়ায় বিভিন্ন ক্লাব ও সংগঠন তাদের অভিনন্দন জানিয়েছেন।

 

 

 

Rent for add