• ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫

হকি ঢাকা ও মুক্তবিহঙ্গ জিতেছে

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে আজ (২৪ মার্চ) শুক্রবার হকি ঢাকা ইউনাইটেড ও মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ নিজ নিজ খেলায় জয় পেয়েছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় হকি ঢাকা ইউনাইটেড ও ব্যাচেলার স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে হকি ঢাকা। এ জয়ের মধ্য দিয়ে লিগে টানা পঞ্চম ম্যাচ জেতায় তারা পয়েন্ট টেবিলে ঊষা ক্রীড়া চক্রের সঙ্গে যৌথভাবে শীর্ষ রয়েছে।

ব্যাচেলারের বিপক্ষে ম্যাচে আজ হকি ঢাকার হয়ে আলিফ, শুভ ও লালন একটি করে গোল করেন। ব্যাচেলরের পক্ষে মেহেদী একটি গোল পরিশোধ করেন।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ ও রায়েরবাজার স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে টার্ফ ছাড়ে মুক্তবিহঙ্গের খেলোয়াড়রা।

Rent for add