নিজস্ব প্রতিবেদক : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ০:২৬:৪১
সোহেলের হ্যাটট্রিকে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে রায়েরবাজার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দারুণ জয় পেয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২২ মার্চ রায়েরবাজারকে ৬-১ গোলে উড়িয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়েন ফরাশগঞ্জের খেলোয়াড়রা।
সোহেল ৬, ৪৭ ও ৫৭ মিনিটে গোল তিনটি করেন। দুটি ফিল্ড গোল এবং একটি পিসি থেকে পাওয়া গোলে হ্যাটট্রিকপূর্ণ করেন সোহেল। ফরাশগঞ্জের হয়ে অপর তিন গোল করেন ধনঞ্জয়, রিমন এবং সোহাগ। তাদের গোল তিনটি হয় যথাক্রমে ম্যাচের ১৩, ১৭ ও ২৯ মিনিটে। রায়েরবাজারের পক্ষে ম্যাচের ৪৮ মিনিটে সান্ত্বনাসূচক একমাত্র গোল করেন নাহিন।
এদিকে দিনের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিডব্লিউডির কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয় ব্যাচেলার এসসি। ম্যাচের প্রথম মিনিটে জাহিদের গোলে এগিয়ে যায় পিডব্লিউডি (১-০)। গোল পরিশোধে মরিয়া ব্যাচেলার সমতায় ফেরে খেলার ৩৭ মিনিটে। রিমনের গোলে ১-১-এ সমতায় ফেরে ব্যাচেলার।
এরপর দুদলই এগিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ম্যাচের ৪০ মিনিটে শাহিনের গোলে ব্যবধান ২-১ বাড়িয়ে নেয় পিডব্লিউডি। ম্যাচের শেষ কোয়ার্টারে দুদলের খেলোয়াড়রা গোল করতে মরিয়া হয়ে উঠেন। কিন্তু ম্যাচের বাকি সময় গোলমুখ খুলতে না পারায় শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিডব্লিউডি।
Rent for add