নিজস্ব প্রতিবেদক : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ২৩:২৪:৫৭
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে হকি ঢাকা ইউনাইটেড। মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মুক্তবিহঙ্গ তরুণ সংঘকে ৩-১ গোলে পরাজিত করে হকি ঢাকা। প্রিতম রায়ের জোড়া গোলে পূর্ণ পয়েন্ট তুলে মাঠ ছাড়েন হকি ঢাকা ইউনাইটেডের খেলোয়াড়রা। জয়ী দলের অপর গোল তাউহিদ।
মুক্তবিহঙ্গের হয়ে ম্যাচের অন্তিম মূহূর্তে এক গোল পরিশোধ করেন অধিনায়ক প্রিন্স। দুই ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের উপরের দিকে নিজেদের অবস্থান ধরে রাখলো হকি ঢাকা। এর আগে হকি ঢাকা তাদের প্রথম ম্যাচে ফরাশগঞ্জকে পরাজিত করে।
মুক্তবিহঙ্গের বিপক্ষে ৬ মিনিটে প্রিতমের গোলে এগিয়ে যায় হকি ঢাকা। ১-০ তে এগিয়ে যাওয়া দলটি এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালাতে থাকে। কিন্তু মুক্তবিহঙ্গের শক্ত রক্ষণের মুখে বাধা পড়ে। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টার গোলশূন্য অবস্থায় টার্ফ ছাড়ে দুদল। তবে ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারে গিয়ে মুক্তবিহঙ্গের রক্ষণ ভেদ করেন হকি ঢাকা ইউনাইটেডের খেলোয়াড়রা। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তাউহিদ ২-০।
৫৭ মিনিটে প্রিতমের গোলে ব্যবধান ৩-০ তে বাড়িয়ে নেয় হকি ঢাকা। অবশ্য পরের মিনিটে মুক্তবিহঙ্গের প্রিন্স এক গোল শোধ দিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।
এদিকে দিনের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ০-১ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। জয়ী দলের হয়ে ৩৫ মিনিটে গোল করেন শান্ত। ফরাশগঞ্জ তাদের প্রথম ম্যাচে হারলেও এদিন জয় নিয়ে মাঠ ছাড়ায় খুশি দলটির কোচ আব্দুল্লাহ পিরু।
Rent for add