নিজস্ব প্রতিবেদক : ১৩ মার্চ ২০২৩, সোমবার, ১৯:৩৩:০৬
দেবাশীষ রায় ও দ্বীন ইসলামের হ্যাটট্রিকের উপর ভর করে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে ঊষা ক্রীড়া চক্র বড় জয় পেয়েছে।
আজ সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে ১৫-০ গোলে উড়িয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন ঊষার খেলোয়াড়রা।
এক তরফার এ ম্যাচে ঊষার হয়ে দ্বীন ইসলাম এবং দেবাশীষ রায় হ্যাটট্রিক করেন। আকিব জাবেদ, হোজাইফা হোসেন ও তানভীর রহমান সিয়াম জোড়া গোল করেন। এছাড়া ইব্রাহিম খলিল, সাগর হোসেন ও জাহিদুল ইসলাম একটি করে গোল করেন।
প্রথম বিভাগ হকি লিগে এটি ঊষার দ্বিতীয় জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে রায়েরবাজার স্পোটিং ক্লাবকে ৮-০ গোলে পরাজিত করেছিল।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে ব্যাচেলরস ও শিশু কিশোর সংঘ। ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে জেতে ব্যাচেলরস।
জয়ী দলের হয়ে মেহেদী, পাভেল ও সোহেল একটি করে গোল করেন। শিশু কিশোর সংঘের হয়ে তারেক এক গোল শোধ দিলেও দলের পরাজয় এড়াতে পারেননি।
Rent for add