• ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এএইচএফ জুনিয়র হকি টুর্নামেন্টে ওমানের মাটিতে ওমানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ জুনিয়র হকি দলের এ শিরোপা জয় নি:সন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমি বাংলাদেশ দলের খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশ যুব হকি দলের সাফল্য অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ওমানের মাসকটে সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ফাইনালে বাংলাদেশ যুব হকি দল ট্রাইব্রেকারে ৭-৬ গোলে স্বাগতিক ওমানকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। শিরোপাজয়ী বাংলাদেশ যুব হকি দল আজ শনিবার দুপুরে দেশে প্রত্যাবর্তন করে।

Rent for add