• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ট্রফি নিয়ে দেশে ফিরেছে হকি দল

এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব হকি দলের ঢাকায় ফেরার কথা ছিল আজ (শুক্রবার) সকাল ১০টায়। তবে ঘন কুয়াশার কারণে দলের ফিরতে বিলম্ব হয়েছে প্রায় চার ঘণ্টা।

বাংলাদেশ বিমানের ফ্লাইটটির মাসকাট থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সিলেট হয়ে। ঘন কুয়াশার কারণে সিলেটে বিমান অবতরণ করতে পারেনি, চলে যায় চট্টগ্রাম। চট্টগ্রামে কিছু সময় অপেক্ষা করে কুয়াশা কাটলে আবার সিলেট হয়ে ঢাকায় ফিরতে দুপুর ২টা বেজে যায় বাংলাদেশ দলের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব হকি দলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার, জাকি আহমেদ রিপনসহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময়ে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ যুব হকি দল বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক ওমানকে পেনাল্টি শ্যুটআউটে ৭-৬ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে।

এটি বাংলাদেশের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া। এর আগে ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে এই ওমানকেই ৪-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল।-জাগোনিউজ২৪.কম

Rent for add