• ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

এএইচএফ কাপ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

এএইচএফ কাপ টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২১ দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আজ ১২ জানুয়ারি সন্ধ্যায় শিরোপা লড়াইয়ে তারা টাইব্রেকারে ৭-৬ গোলে স্বাগতিক ওমানকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল।

সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে আল নূফালি আলখোদের ফিল্ড গোলে অবশ্য স্বাগতিক ওমান ম্যাচের ২ মিনিটেই যায়। তবে মোহাম্মদ হাসানের ফিল্ড গোলে ৫২ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ।

অবশিষ্ট সময় আর কোনো গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফাইনালের ভাগ্য নির্ধারণ হয়। ৯টি শুটআউটের মধ্যে বাংলাদেশ ৭টি এবং ওমান ৬টি গোল করে।

বাংলাদেশ অবশ্য টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেই আসন্ন এশিয়ান জুনিয়র কাপে খেলার যোগ্যতা অর্জন করে নেয়।

উল্লেখ্য এ আসরে বাংলাদেশ সবশেষ ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

ওমানের মাসকাট থেকে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কমকে বলেন, আগামীকাল ১৩ জানুয়ারি বাংলাদেশ দল সকাল সাড়ে ১০টায় দেশে ফিরবে।

 

Rent for add