• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড কাল মুখোমুখি

শিরোপা প্রত্যাশী বাংলাদেশ এএইচএফ কাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল (১১ জানুয়ারি) বুধবার থাইল্যান্ডের সাথে মোকাবেলা করবে।

ওমানের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে এ ম্যাচটি স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়  শুরু হবে।

এদিকে একই ভেন্যুতে একই দিনে ওমান ও উজবেকিস্তান দ্বিতীয় সেমিফফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

বাংলাদেশ ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ৪-০ গোলে হংকংকে, দ্বিতীয় ম্যাচে ১৪-০ গোলে শ্রীলঙ্কাকে ও তৃতীয় তথা শেষ ম্যাচে ৬-১ গোলে উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে আসে। তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড অবশ্য ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নেয়।

উল্লেখ্য এ আসরে বাংলাদেশ সবশেষ ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

Rent for add