স্পোর্টস ডেস্ক : ৯ জানুয়ারি ২০২৩, সোমবার, ১৬:০১:৫৬
শিরোপা প্রত্যাশী বাংলাদেশ এএইচএফ কাপ টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এর ফলে আগামী ১১ জানুয়ারি প্রথম সেমিফাইনালে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা ‘এ’ গ্রুপের রানার্সআপ থাইল্যান্ড অথবা চাইনিজ তাইপের মোকাবিলা করবে।
আজ ৯ জানুয়ারি সোমবার ওমানের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে আমিরুলের হ্যাটট্রিকের উপর ভর করে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৬-১ গোলে উজবেকিস্তানকে শোচনীয়ভাবে পরাজিত করে।
এক তরফার এ ম্যাচে ১৮ মিনিটের সময় যদিও মাদামিনভের গোলে উজবেকিস্তান এগিয়ে যায়। তবে শেষ রক্ষা করতে পারেনি দলটি। এক গোলের লিড নিয়ে তারা অবশ্য ৬ গোল হজম করে মাঠ ছাড়ে।
বাংলাদেশের হয়ে আমিরুল ২৬. ২৮ ও ৫৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন। এছাড়া ৩৩ মিনিটে হাসান এবং ৩৯ ও ৫২ মিনিটে জয় গোল করেন।
এর আগে লাল-সবুজের দেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৪-০ গোলে হংকংকে এবং দ্বিতীয় ম্যাচে ১৪-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে ছিল।
বাংলাদেশ এএইচএফ কাপের গ্রুপ পর্বে ৩ ম্যাচে বিপক্ষের জালে ২৪টি গোল দেওয়ার বিপরীতি মাত্র একটি গোল খেয়েছে।
উল্লেখ্য বাংলাদেশ সবশেষ এ আসরে ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।
Rent for add