স্পোর্টস ডেস্ক : ৮ জানুয়ারি ২০২৩, রবিবার, ১:১৩:৪০
এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে শুক্রবার উদ্বোধনী ম্যাচে হংকংকে এক হালি গোল দিয়ে শুরু করা বাংলাদেশ যুব হকি দল শনিবার শ্রীলঙ্কাকে গোলের বন্যায় ভাসালো। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালেও পৌঁছে গেল।
ওমানের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ ১৪-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করে। প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়ে ছিল।
আমিরুল ইসলাম একাই করেছেন ৬ গোল। তিন গোল করেছেন মো. হাসান। দুটি করে গোল করেছেন মোহাম্মদ জয় ও মো. হোসেন। অন্য গোলটি করেছেন মো. আলী। ৬ গোল করে ম্যাচসেরা আমিরুল ইসলাম।
বাংলাদেশ প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এবং প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়েছিল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ যোগ করে আরো ৫ গোল। তবে চতুর্থ তথা শেষ কোয়ার্টারে বাংলাদেশ একটি গোল দিলে জয়ের ব্যবধান দাঁড়ায় ১৪-০।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। গ্রুপের শেষ ম্যাচে ৯ জানুয়ারী বাংলাদেশ উজবেকিস্তানের সঙ্গে মোকাবেলা করবে।
Rent for add