নিজস্ব প্রতিবেদক : ৬ জানুয়ারি ২০২৩, শুক্রবার, ১৯:৩৯:৫০
শিরোপা প্রত্যাশী বাংলাদেশ এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে দাপুটে জয় দিয়ে শুরু করেছে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচে তারা ৪-০ গোলে হংকং চায়নাকে পরাজিত করে।
প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে ছিল। ওমানের সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে খেলা গড়ানোর মাত্র ১ মিনিটের মধ্যেই মো. আলীর ফিল্ড গোল থেকে এগিয়ে যায় লাল-সবুজ পতাকাধারীরা। এরপর ১৪ মিনিটে ফিল্ড গোল থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন মো. হাসান।
আমিরুল ইসলাম ২১ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল। ৫৭ মিনিটে ফিল্ড গোল থেকে মো. আলীর গোলে হংকংয়ের জালে লাল-সবুজের দল এক হালি গোল পূরণ করে।
হংকংয়ের বিপক্ষে চমৎকার ক্রীড়া নৈপুন্যে দেখিয়ে হাসান ম্যাচ সেরার পুরস্কার পান। তাকে পুরস্কৃত করেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আগামীকাল শনিবার (৭ জানুয়ারি) শ্রীলঙ্কার সঙ্গে মোকাবেলা করবে।
উল্লেখ্য বাংলাদেশ সবশেষ এ আসরে ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।
Rent for add