নিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১৩:২০:১৫
এশিয়া কাপ যুব হকি টুুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২১ হকি দল মধ্যরাতে ওমান পৌঁছেছে। বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম-কে বলেন, বাংলাদেশ বিমান যোগে রাত ৯.৪৫ টায় ঢাকা (৪ জানুয়ারি) থেকে মাসকাটের উদ্দেশ্য রওনা হয়ে রাত ৩টায় (৫ জানুয়ারি) ওমান পৌছান।
মোহাম্মদ ইউসুফ এক প্রশ্নে বলেন, বর্তমানে যুব হকি দল ওমানে হোটেল প্ল্যালাটিনিয়ামে অবস্থান করছে। আগামীকাল ৬ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনীদিনে বাংলাদেশ হংকং-এর সঙ্গে মোকাবেলা করবে। তাই আজ বৃহস্পতিবার হকি দল অনুশীলনে মাঠে নামে।
ওমানের মাসকাটে ৬-১২ জানুয়ারি এশিয়া কাপ যুব হকি টুুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ৮ দেশ দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য তিন দেশ হচ্ছে- শ্রীলঙ্কা, হংকং ও উজবেকিস্তান। ‘এ’ গ্রুপের ৪ দেশ হচ্ছে- চাইনিজ তাইপে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক ওমান।
মাত্র ১০ দিনের প্রস্তুতি নিয়ে লাল-সবুজ পতাকাধারীরা উদ্বোধনী ম্যাচে ৬ জানুয়ারি হংকংয়ের সঙ্গে মোকাবেলা করতে যাচ্ছে। পরের দুই ম্যাচ ৭ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ও ৯ জানুয়ারি উজবেকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাংলাদেশ এ টুর্নামেন্টে ২০১৪ সালে ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছিল। সে আসরে বাংলাদেশ ৫ ম্যাচ খেলে ৩৫ গোল করেছিল। কোন গোল হজম করেনি।
বাংলাদেশ দল
গোলরক্ষক : নুরুজ্জামান নয়ন, সাইফুদ্দিন।
রক্ষণভাগ : আমিরুল ইসলাম, হুজাইফা হোসেন, রাহিদ হাসান জীবন, মেহরাব হাসান সামিন, আসাদুজ্জামান চাঁদ, আমান শরিফ।
মধ্যমাঠ : প্রিন্স লাল সামন্ত (অধিনায়ক), আবেদ উদ্দিন, সাবেদুর রহমান মিঠু, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু।
আক্রমণভাগ : রকিবুল হাসান রকি (সহকারী অধিনায়ক), ওবায়দুল হক জয়, দেবাশিষ কুমার রায়, তাসিন আলী, জাহিদ হোসেন।
স্ট্যান্ডবাই : মো. আলামিন, তৈয়ব আলী, রামিম হোসেন, মো. শিমুল ইসলাম।
Rent for add