• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

বিকেএসপি অপরাজিত চ্যাম্পিয়ন

জাতীয় যুব হকি প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ২৭ ডিসেম্বর ফাইনালে তারা ৬-২ গোলে রাজশাহীকে পরাজিত করে এ কৃতিত্ব অর্জন করে।

শিরোপা লড়াইয়ে বিকেএসপির রকিবুল হাসান হ্যাটট্রিক করেন। এছাড়া জোড়া গোল করেন সাদ্দাম খান ও একটি গোল করেছেন সাজেদুর রহমান।

চ্যাম্পিয়ন হয়ে বিকেএসপি ২ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে। রানার্সআপ রাজশাহী পেয়েছে দেড় লাখ টাকা।

টুর্নামেন্টে তৃতীয় হয়েছে দিনাজপুর। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দিনাজপুর ৫-০ গোলে নাটোরকে পরাজিত করেছে। তৃতীয় হয়ে দিনাজপুর পেয়েছে ১ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির রকিবুল হাসান রকি। সর্বোচ্চ গোলদাতা (১৯টি) একই দলের সাদ্দাম হোসেন। সেরা গোলরক্ষক হয়েছেন দিনাজপুরের মো. সাকিব।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমাবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Rent for add