নিজস্ব প্রতিবেদক : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২২:৩৪:৫৭
অবশেষে বহুল কাঙ্খিত গ্রিন ডেন্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের দলবদল আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যালয়ে শেষ হয়েছে।
চারদিনব্যাপী খেলোয়াড়দের ক্লাব বদলের শেষ দিনেও ১৫ জন তাদের পছন্দের দল বেছে নিয়েছেন। এরফলে এবার আসন্ন লিগকে সামনে রেখে মোট ১৪১ জন খেলোয়াড় দলবদল করেন।
শিরোপা প্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ঢাকা ইউনাইটেড, কম্বাইন্ড, বাংলাদেশ রেলওয়ে, রায়েরবাজার ক্লাব, ব্যাচেলার্স ও পিডব্লিউডিসহ অন্যান্য দলগুলোও দলবদলে অংশগ্রহণ করে।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশডটকমকে বলেন, আজ বৃহস্পতিবার দলবদলের শেষ দিন ছিল এবং সবার সহযোগিতায় তা সম্পান্ন হয়েছে।
এক প্রশ্নে মোহাম্মদ ইউসুফ জানান, এ বছর ১২টি দল অংশ নেবে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ হকি লিগ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু সে সম্ভাবনা পিছিয়ে তা ডিসেম্বরের শেষ সপ্তাহে লিগ মাঠে গড়াতে পারে বলে তিনি জানান।
Rent for add