• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ঊষায় অসিম গোপ, সঙ্গে আরো চার ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়

শিরোপা প্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র গ্রিন ডেন্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের দলবদলের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার আরো পাঁচ জন খেলোয়াড় দলে ভিড়িয়েছে। পুরনো ঢাকার এ দলটি দলবদলের শুরু থেকে তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে ঘর গুছানোর কাজ শুরু করেছে।

গ্রিন ডেন্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের এক সময়কার হ্যাটট্রিক শিরোপাজয়ী সারা জাগানিয়া দল ঊষা ক্রীড়া চক্র চলতি মৌসুমে শিরোপা জয়ের লক্ষে দল গঠনে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। সদ্যসমাপ্ত ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদীয়মান খেলোয়াড় দলে ভেড়ানোর চেষ্টা করছে। এমন কি এতে দলটি সফলও হয়েছে।

দলবদলের দ্বিতীয় দিনে আজ ঊষা ক্রীড়া চক্র ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা গোলরক্ষক জাতীয় দলের অসিম গোপকে দলে ভিড়িয়েছে। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিতে খেলা বিকেএসপির চারজনকে দলে টেনেছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যালয়ে দলবদলে খেলোয়াড়দের টোকেন তুলেন ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ সিকদার, ক্লাবের যুগ্মসম্পাদক শেফায়েত হোসেন ডালিম প্রমুখ।

বাংলাদেশ হকি ফেডারেশন সূত্রে জানা গেছে এদিন ঊষা ক্রীড়া চক্রসহ বিভিন্ন দলের হয়ে ৩০ জন দলবদল করেছেন। আগামী ২৪ নভেম্বর রাত ৮টা পর্যন্ত হকির এ দলবদল অনুষ্ঠিত হবে।

Rent for add