নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বর ২০২২, শুক্রবার, ২৩:২৫:৪৪
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘরোয়া হকির ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার প্রাণবন্ত ফাইনালে একমি চট্টগ্রাম শুটআউটে ৪-৩ গোলে মোনার্ক মার্ট পদ্মাকে হারিয়ে প্রথম আসরের শিরোপা ঘরে তোলে। নির্দিষ্ট সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফাইনাল শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে শেষ অবদি দর্শকের উচ্ছাস আর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমন দৃশ্য যেনো হকির নব-বিপ্লবের প্রতিচ্ছবিই ভেসে উঠছিল। নব্বই দশকে হকির স্বর্ণযুগের পর ২০২১ সালের জুন থেকে প্রাণ ফিরে পেতে শুরু করে ঘরোয়া হকি। এ আসরে দেশসেরা আর বিদেশী অতিথি তারকা খেলোয়াড়রা তাদের ক্রীড়াশৈলী দেখিয়ে রীতিমতো হকি প্রিয় দর্শকদের হ্ণদয় জয় করে নেন।
খেলাধুলার ক্ষেত্রে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক আঙিনায় মেলে ধরতে চেষ্টা করে যাচ্ছেন। ফলশ্রুতিতে যেকোনো সময়ের চেয়ে এদেশের ক্রীড়াঙ্গন এখন আন্তর্জাতিকভাবে বেশি সাফল্য পাচ্ছে। এমন কি হকিকে পুনরুজ্জীবিত করতেও তিনি এগিয়ে এসেছেন। শুধু তাই নয়, এক কোটি টাকা প্রণোদনাও দিয়েছেন। বাংলাদেশের হকিকে এগিয়ে নিতে বিভিন্ন খাত থেকে স্পন্সরের মাধ্যমে ক্লাবগুলোর অর্থনৈতিক সমস্যা দূরকরণ করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন হকি টুর্নামেন্ট ও লিগ আয়োজন করা হচ্ছে। এর মধ্যে বড় চমক হচ্ছে ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান যেভাবে হকিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। জাতীয় পর্যায় নানারকম হকি আসরের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে হকির যে দিনবদল এবার শুরু হয়েছে তাতে করে নতুন প্রজন্ম হকি খেলতে ও হকির প্রতি আগ্রহী হয়ে উঠবে তা সহজেই অনুমেয়।
ফাইনাল ম্যাচ শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান তার বক্তব্যে হকির উন্নয়নে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ভূমিকা উল্লেখ করে বলেন, এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের বিশ্ব র্যাংকিংয়ে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে এবং বিশ্বকাপে খেলার পথে এগিয়ে যাবে। তিনি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির টাইটেল স্পন্সর ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক, আয়োজক প্রতিষ্ঠান স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানী এইস, বসুন্ধরা গ্রুপ, টি-স্পোর্টস এবং আয়োজনে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অংশগ্রহণকারী বিদেশী খেলোয়াড়দের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ আসর চলাকালীন আয়োজকরা প্রতি ম্যাচেই জনপ্রিয় ব্যক্তিবর্গদের এনে হকির সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় বাংলা লোকগানের সংগীত শিল্পী মমতাজ বেগম ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল উপলক্ষে তার জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক হ্নদয় জয় করেন। বাংলাদেশের এই সুর সম্রাজ্ঞী শুধু গানই গাইলেন না, সে সঙ্গে মাঠে এসে হকির স্টিক আর বল নিয়ে খেলারও চেষ্টা করেন। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। পরিশেষে ঢাকার আকাশে আতশবাজির জ্বলমলে রঙিন ফোয়ারায় নতুন স্বপ্নের বুননের মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামে।
Rent for add