• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

প্রথম আসরের শিরোপা জিতলো একমি চট্টগ্রাম

ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম শিরোপা জিতলো একমি চট্টগ্রাম। আজ ফাইনালে তারা শুটআউটে ৪-৩ গোলে সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মাকে পরাজিত করে। নির্দিষ্ট সময়ে খেলাটি ২-২ গোলে ড্র ছিল।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে দু’ দু’বার লিড নিয়েও মোনার্ক ম্যাচ জিততে পারেনি। উল্টো দু’ দু’বার পিছিয়ে থেকেও দারুণভাবে খেলায় ফিরে একমি শেষ পর্যন্ত শিরোপা নিয়েই মাঠ ছেড়েছে।

মাঠে বল গড়ানোর মাত্র ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানিজ খেলোয়াড় মিআ তানিমিতসুর গোলে লিড (১-০) নেয় মোনার্ক। তবে গোল পরিশোধে মরিয়া একমিকে ৪২ মিনিটে ফিল্ড গোল থেকে আরশাদ হোসেন সমতায় (১-১) ফেরান।

তবে ৪৫ মিনিটে মোনার্ককে এবার লিড (২-১) এনে দেন ফিল্ড গোল থেকে ভারতীয় খেলোয়াড় সাইফ খান। কিন্তু ৫৮ মিনিটে দারুণভাবে সেই আরশাদের গোলেই খেলায় ফেরে একমি (২-২)।

উল্লেখ্য ফাইনাল খেলা মাঠে গড়ানোর আগে জনপ্রিয় বাংলা লোকগানের সংগীত শিল্পী মমতাজ বেগম তার জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক হ্নদয় জয় করেন। বাংলাদেশের এই সুর সম্রাজ্ঞী শুধু গানই গাইলেন না, সে সঙ্গে মাঠে এসে হকির স্টিক আর বল নিয়ে খেলারও চেষ্টা করেন। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় তারকা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।

 

Rent for add