• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ফাইনালে একমি-মোনার্ক কাল মুখোমুখি

ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল ১৭ নভেম্বর বৃহস্পতিবার একমি চট্টগ্রাম ও মোনার্ক মার্ট পদ্মা একে অপরের মোকাবেলা করবে।

শিরোপা নির্ধারণী ম্যাচটি মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে এবং টি-স্পোর্টস ও টি-স্পোর্টস ইউটিউব চ্যানেলে মাঠ থেকে এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

ফাইনালে মুখোমুখি হওয়ার আগে আজ ১৬ নভেম্বর বুধবার এক সাংবাদিক সম্মেলনে মোনার্ক মার্ট পদ্মার অধিনায়ক ইমরান হাসান পিন্টু ও একমি চট্টগ্রামের অধিনায়ক রেজাউল করিম বাবু শিরোপা জয়ের আশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য একমি চট্টগ্রাম প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রূপায়ণ সিটি কুমিল্লাকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠে আসে। তবে চার দলের প্লে-অফ পর্বের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রূপায়ণ সিটি কুমিল্লাকে ৪-৩ গোলে হারিয়ে সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয়।

Rent for add