• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রূপায়ণকে হারিয়ে ফাইনালে একমি

ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র ফাইনালে উঠেছে শিরোপা প্রত্যাশী একমি চট্টগ্রাম। আজ সোমবার প্রথম কোয়ালিফাই ম্যাচে তারা ২-১ গোলে রূপায়ণ সিটি কুমিল্লাকে পরাজিত করে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে একমি আক্রমণে এগিয়ে থাকলেও রূপায়ণ দু’একটা আক্রমণ করলেও সেগুলো গোল থেকে সম্ভাব্য গোল পাওয়ার মতো ছিল না।

তবে দ্বিতীয় কোয়ার্টার ২৩ মিনিটে এগিয়ে যায় রূপায়ণ। দলকে ১-০ গোলের লিড নেন ফরোয়ার্ড পুস্কর খীসা মিমো। পারদীপ মোরের পাস ধরে গোল করেন মিমো। এসময় রূপায়ণের আধিপত্যের সামনে একমিকে খুঁজে পাওয়া যায়নি।

তৃতীয় কোয়ার্টারে ৩৬ মিনিটে পর পর দুটি পিসি তুলে নেয়া গোল পরিশোধে মরিয়া একমি সম্ভাব্য গোলের সুযোগ সুষ্টি করলেও রাজিবের পুশ স্টপ বাবুর হিট থেকে সিটুল গোল আদায় করতে পারেনি।

কিন্তু চতুর্থ কোয়ার্টার থেকে হঠাৎ করে জ্বলে উঠে একমি। এক গোলে পিছিয়ে থাকা দলটি ৪৯ মিনিটে ১-১ গোলে সমতায় ফেরে। ভারতীয় দেবিন্দর বাল্মিকীর চমৎকার ফিল্ড গোলে এ সমতায় ফেরে রূপায়ণের সঙ্গে।

এরপর ৫৩ মিনিটে পিসি পেয়ে বাল্মিকীর জয়সূচক গোল রূপায়ণকে ২-১ গোলে স্বপ্নের ফাইনালে পৌঁছে যায় একমি।

Rent for add