• ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রথম লেগ শেষে একমি শীর্ষে

ছয় দলের অংশগ্রহণে ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র প্রথম লেগ শেষে ১০ ম্যাচে চট্টগ্রাম একমি ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

তবে ১৬ পয়েন্ট সংগ্রহ করে তিন দল গোল গড়ে যথাক্রমে রূপায়ণ সিটি কুমিল্লা দ্বিতীয়, মেট্টো এক্সপ্রেস বরিশাল তৃতীয় ও মোনার্ক মার্ট পদ্মা চতুর্থস্থানে রয়েছে।

এদিকে ১২ পয়েন্ট পেয়ে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা পঞ্চম এবং ওয়ালটন ঢাকা ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে।

প্রথম লেগের শেষ দিনে ১২ নভেম্বর শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচে মেট্টো এক্সপ্রেস বরিশাল ও মোনার্ক মার্ট পদ্মা ২-২ গোলে ড্র করেছে। মেট্টোর হয়ে ৭ ও ১৬ মিনিটে দ্বীন ইসলাম ইমন এবং মোনার্টের হয়ে ২০ মিনিটে মিআ তানিমিতসু ও ২৯ মিনিটে কৃষ্ণ কুমার গোল করেন।

সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে ওয়ালটন ঢাকা ৭-৩ গোলে একমি চট্টগ্রামকে শোচনীয়ভাবে হারিয়েছে। ওয়ালটনের হয়ে ৬ ও ৫ মিনিটে মো. আশরাফুল ইসলাম, ১০ ও ৫০ মিনিটে রবিউল হাসান রকি, ৩২ মিনিটে মো. আবদুল্লাহ, ৩৪ ও ৫৬ মিনিটে সামিন গোল করেন। একমির হয়ে ২৯ মিনিটে হাসান যুবায়ের নিলয়, ৩৪ ও ৪৭ মিনিটে দেবিনান্দার বাল্মিকি গোল করেন।

রাতে তৃতীয় ম্যাচে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা ৩-২ গোলে রূপায়ণ সিটি কুমিল্লাকে পরাজিত করে। সাইফের হয়ে ৫ মিনিটে গিডো ব্যারিরোস, ৩২ মিনিটে মর্টিজ ফ্লেই ও ৫৭ মিনিটে আজফার ইয়াকুব গোল করেন। তবে রূপায়ণের হয়ে দুটি গোল পরিশোধ করেন ২৭ মিনিটে প্রদ্বীপ মোরে ও ৫২ মিনিটে দর্শণ।

পয়েন্ট তালিকা
১০ ম্যাচে একমি চট্টগ্রাম ১৯ পয়েন্ট
১০ ম্যাচে রূপায়ণ সিটি কুমিল্লা ১৬ পয়েন্ট
১০ ম্যাচে মেট্টো এক্সপ্রেস বরিশাল ১৬ পয়েন্ট
১০ ম্যাচে মোনার্ক মার্ট পদ্মা ১৬ পয়েন্ট
১০ ম্যাচে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা ১২ পয়েন্ট
১০ ম্যাচে ওয়ালটন ঢাকা ৯ পয়েন্ট

Rent for add