• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

ওয়ালটনের বিপক্ষে রূপায়ণের জয়

রূপায়ণ সিটি কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’তে সহজ জয় পেয়েছে। শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারা ৬-৪ গোলে ওয়ালটন ঢাকাতে পরাজিত করে।

এ জয়ের ফলে ৯ ম্যাচে রূপায়ণ ১৯ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে। অন্যদিকে ওয়ালটন সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অংশগ্রহণকারী দলগুলোর তলানিতে রয়েছে।

রূপায়ণের হয়ে অধিনায়ক সোহানুর রহমান সবুজ, পুস্কার খিসা মিমো ও কিম সুং ইয়ব ২টি করে গোল করেন। অপরদিকে ওয়ালটনের হয়ে অধিনায়ক মো. আশরাফুল ইসলাম ২টি এবং সামিন ও রকিবুল হাসান রকি একটি করে গোল করেন।

 

 

Rent for add