নিজস্ব প্রতিবেদক : ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২৩:৫৭:৩৯
ভারতীয় তারকা খেলোয়াড় দেবিনান্দার বাল্মিকির হ্যাটট্রিকের উপর ভর করে ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র গুরুত্বপূর্ণ ম্যাচে একমি চট্টগ্রাম সহজ জয় পেয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজি হকির ফিরতি ম্যাচে তারা ৫-১ গোলে মেট্টো এক্সপ্রেস বরিশালকে পরাজিত করে।
এর আগে প্রথম লেগে মেট্টো ৪-৩ গোলে একমিকে পরাজিত করেছিল।
ফিরতি ম্যাচে আজ মাঠে বল গড়ানোর মাত্র ৭ মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়নের গোলে মেট্টো এগিয়ে যায়।
তবে পেনাল্টি স্টোক থেকে বাল্মিকির গোলে ৩১ মিনিটে সমতায় ফেরে একমি। এরপর বাল্মিকি ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এবং ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।
এর আগে ফরহাদ আহমেদ সিটুল পেনাল্টি কর্নার থেকে ৩৩ ও ৪৩ মিনিটে পরপর দুটি গোল করে একমিকে সহজ জয়ের পথে নিয়ে যান।
উল্লেখ্য ৯ ম্যাচ শেষে একমি চট্টগ্রাম ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে মেট্টো এক্সপ্রেস বরিশাল ও মোনার্ক মার্ট পদ্মা দ্বিতীয়স্থানে রয়েছে।
Rent for add