• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মেট্টোর কাছে হেরে খাদের কিনারায় ওয়ালটন

ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র ফিরতি ম্যাচে ওয়ালটন ঢাকা প্রথমে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি। উল্টো ৪-২ গোলে মেট্রো এক্সপ্রেস বরিশালের কাছে হেরে যায়। এর আগে প্রথম দেখায় মেট্টোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ২-১ গোলে হেরেছিল ওয়ালটন।

এ জয়ে মেট্টো ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছে। অন্যদিকে ৬ পয়েন্ট পেয়ে খাদের কিনারায় গিয়ে ঠেকেছে ওয়ালটন। তবে ১৬ পয়েন্ট সংগ্রহ করে একমি চট্টগ্রাম শীর্ষে রয়েছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ বুধবার রাতে ৭ মিনিটেই এসভি সুনীলের ফিল্ড গোলে এগিয়ে যায় ওয়ালটন। তবে ১৪ মিনিটে ফ্রি হিট থেকে বল পেয়ে মো. রোমান সরকারের গোলে সমতায় ফেরে মেট্টো। এরপর ১৬ মিনিটে ফিতরি বিন সারি ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৩৩ মিনিটে আখিমুল্লাহ ইসকের ফিল্ড গোলে মেট্টো ৩-১ এগিয়ে যায়।

তবে ৩৯ মিনিটে ওয়ালটন অধিনায়ক মো. আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। তখন তিনি ব্যবধান কমিয়ে আনেন ৩-২ গোলে। কিন্তু ৪১ মিনিটে মামুনুর রহমান চয়নের গোলে মেট্টো ৪-২ গোলে এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই ব্যধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মেট্টো।

Rent for add