নিজস্ব প্রতিবেদক : ৯ নভেম্বর ২০২২, বুধবার, ১:০২:৫১
তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মার কাছে আবারো ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরে গেছে ওয়ালটন ঢাকা।
মঙ্গলবার রাতে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মোনার্ক পদ্মার কাছে ২-০ গোলে ওয়ালটন পরাজিত হয়েছে। তবে প্রথম দেখায় মোনার্ক পদ্মা ৬-৩ গোলে ওয়ালটনকে হারিয়েছিল।
রাসেল মাহমুদ জিমির গোলে ১৪ মিনিটে মোনার্ক পদ্মা ১-০ গোলে এগিয়ে যায়। এরপর ২৩ মিনিটে তিনি আরো একটি ফিল্ড গোলে দলকে ২-০ গোলে এগিয়ে নেন।
তবে গোল পরিশোধে মরিয়া ওয়ালটন বেশ কয়েকটি পেনাল্টি কর্নার থেকে সম্ভাব্য গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। ফলে ২-০ গোলের হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়।
জোড়া গোল করে ম্যাচসেরা হন মোনার্ক পদ্মার অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।
Rent for add