• ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

অন্তিম মুহূর্তে জিতলো মোনার্ক

অন্তিম মুহূর্তে দারুণ এক জয় পেয়েছে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা। হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোমবার সন্ধ্যায় তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৩ গোলে হারিয়েছে একমি চট্টগ্রামকে। এ জয়ের ফলে পদ্মা ৭ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে হেরেও সমান ম্যাচে একমি ১৩ পয়েন্ট নিয়ে রূপায়ণ সিটি কুমিল্লার সঙ্গে শীর্ষে রয়েছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে রাসেল মাহমুদ জিমির গোলে পদ্মা ১-০ গোলে এগিয়ে যায়। তবে ৩৩ মিনিটে জার্মানির পির হিনরিচের গোলে ১-১ সমতায় ফেরে একমি।

এরপর ৩৬ মিনিটে ভারতীয় তারকা খেলোয়াড় দেবিনান্দার বাল্মিকির গোলে ২-১ ব্যবধানে লিড নেয় একমি। কিন্তু ৪১ মিনিটে মোনার্কের ভারতীয় খেলোয়াড় সাইফ খান গোল করে দলকে সমতায় ফেরান ২-২ গোলে।

তবে ৪৪ মিনিটে ফের ভারতীয় সাইফ খান গোল পেলে এবার ৩-২ গোলের লিড পায় মোনার্ক। কিন্তু মাত্র দুই মিনিটের ব্যবধানে একমির দেবিনান্দার বাল্মিকির গোলে ৩-৩ সমতায় ফেরে।

ম্যাচটি যখন ড্রয়ের পথে হাঁটছিল ঠিক খেলা শেষ হওয়ায় শেষ বাঁশি বাজার আগে ৫৯ মিনিটে জাপানের তানি মিতসুর গোলে দারুণ এক জয় পেয়ে যায় মোনার্ক মার্ট পদ্মা। এর ফলে ৪-৩ গোলে হেরে যায় একমি চট্টগ্রাম।

 

Rent for add