• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

অবশেষে জয় পেলো সাইফ পাওয়ার

ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা। রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারা ৫-৩ গোলে ওয়ালটন ঢাকাকে পরাজিত করে। জয়ী দলের তানজীম আহমেদ জোড়া গোল করেন। এছাড়া দুই বিদেশি রিক্রুট জার্মানির মার্টিন এবং মালয়েশিয়ান ফিরদাউস রুশদি ও সজীব হোসেন সিফাত একটি করে গোল করেন। ওয়ালটনের হয়ে গোল করেন রাকিবুল হাসান রকি, আশরাফুল ইসলাম এবং মাইনুল ইসলাম কৌশিক।

এই জয়ে কোয়ালিফায়ার রাউন্ড রেসে টিকে থাকলো সাইফ পাওয়ার। হারলেও আশা শেষ হয়ে যায়নি ওয়ালটন ঢাকার। ৬ ম্যাচ শেষে সাইফের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ওয়ালটন ঢাকার সংগ্রহ ৬ পয়েন্ট।

প্রথম কোয়ার্টারেই ২-০ তে পিছিয়ে ছিল সাইফ পাওয়ার। হাফ টাইম পর্যন্ত লিড ধরে রেখেছিল আশরাফুল-রকিরা। কিন্তু তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে দারুণ খেলে ম্যাচ শেষ পর্যন্ত নিজেদের করে নেয় সাইফ পাওয়ার। ম্যাচের ৮ মিনিটেই কৌশিকের পাসে দারুণ ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন ওয়ালটনের ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি (১-০)। পরের মিনিটেই পিসি থেকে গোল করে আশরাফুল ব্যবধান (২-০) দ্বিগুণ করেন। প্রথম দুই কোয়ার্টারে দুটি পিসি পেলেও সেগুলো গোলে রূপ দিতে ব্যর্থ হয় সাইফ পাওয়ারের খেলোয়াড়রা।

তবে তৃতীয় কোয়ার্টারে গোলের দেখা পায় সাইফ পাওয়ার। ম্যাচের ৩২ মিনিটে তানজীমের গোলে ব্যবধান ২-১ গোলে কমে আসে। এরপর ৩৬ মিনিটে সিফাতের পিসি থেকে পাওয়া গোলে ম্যাচে সমতায় ফেরে সাইফ পাওয়ার। তৃতীয় কোয়ার্টারের ধার চতুর্থ এবং শেষ কোয়ার্টারেও ধরে রাখে তারা। ৫৩ মিনিটে তানজীমের ফিল্ড গোলে ২-৩ ব্যবধানে এগিয়ে যায় সাইফ পাওয়ার। এরপর কৌশিকের ফিল্ড গোলে সমতায় ফেরে ওয়ালটন ঢাকা (৩-৩)। ৫৫ মিনিটে মার্টিনের দারুণ গোলে এগিয়ে যায় খুলনা। পিসি থেকে গোলটি করেন জার্মানির এ খেলোয়াড় (৩-৪)। এরপর ম্যাচের বাকি সময় আর ঢাকাকে খুঁজে পাওয়া যায়নি। ম্যাচের অন্তিম মিনিটে গিয়ে আরো এক গোল করেন সাইফ। ফিরদাউস রুশদির গোল ঢাকার কফিনে শেষ পেরেক ঢুকে দেয়। ৫-৩ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা।

Rent for add