• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

পয়েন্ট ভাগাভাগি করলো একমি-রূপায়ণ

সবার ধারণা ছিল একমি চট্টগ্রামের বিপক্ষে বড় জয় পেতে যাচ্ছে রূপায়ণ সিটি কুমিল্লা। মাঠে খেলা গড়ানোর মাত্র ২৭ মিনিটের মধ্যে কুমিল্লা ৩-০ গোলে এগিয়ে যায়। কিন্তু ২৪ মিনিটের মধ্যেই যে চট্টগ্রাম গোল পরিশোধ করে ঘুরে দাঁড়াবে তা কারোর জানা ছিল না। এরপর আবারো লিড পেয়েছিল কুমিল্লা। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার দু’ মিনিট আগে ম্যাচে ফেরে চট্টগ্রাম।

শেষ পর্যন্ত দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে একমি চট্টগ্রাম-রূপায়ণ সিটি কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচটি মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ৪-৪ গোলে ড্র হয়।

এর ফলে একমি ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এলো। অপরদিকে ৫ ম্যাচে রূপায়ন ১০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে।

কুমিল্লার হয়ে ১৭ ও ২৭ মিনিটে অধিনায়ক সোহানুর রহমান সবুজ দুটি ও ২৬ মিনিটে মিলন হোসেন গোল করেন। তবে চট্টগ্রামের হয়ে ৪২ মিনিটে মনোজ বাবু, ৪৯ মিনিটে ফরহাদ আহমেদ সিটুল ও ৫১ মিনিটে হাসান যুবায়ের নিলয় গোল পরিশোধ করেন।

এরপর ৫৬ মিনিটে কুমিল্লার হয়ে ভারতীয় খেলোয়াড় দর্শন গোল করে দলকে এগিয়ে নেন। কিন্তু ৫৮ মিনিটে চট্টগ্রামের আরশাদ হোসেন গোল পরিশোধ করেন।

অবশিষ্ট সময়ে কেউ কারো জালে বল জড়াতে না পারায় প্রাণবন্ত এ ম্যাচটি ৪-৪ গোলে ড্র হওয়ায় একমি চট্টগ্রাম ও রূপায়ণ সিটি কুমিল্লা পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

 

 

 

Rent for add