• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সাকিবের দল পদ্মার দ্বিতীয় জয়

ওয়ালটন ঢাকা দু’ দু’বার লিড পেয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। উল্টো বড় জয় পেয়েছে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় হকি চ্যাম্পিয়নস ট্রফিতে মোনার্ক পদ্মা ৬-৩ গোলে ওয়ালটন ঢাকাকে পরাজিত করে।

পাল্টা আক্রমণ থেকে ম্যাচের ৮ মিনিটে রকিবুল হাসান রকির গোলে ওয়ালটন এগিয়ে যায়। তবে ১৯ মিনিটে মোনার্কের আল নাহিয়ান শুভ দলকে সমতায় ফেরান। এরপর ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আলফেন্দি আবু সুরিয়া গোলে ওয়ালটন ফের এগিয়ে যায়।

কিন্তু গোল পরিশোধে মরিয়া পদ্মা হঠাৎ করেই ম্যাচে ছন্দ খুঁজে পেয়ে ২৫ মিনিটে বেলাল হোসেন, ৩২ মিনিটে রাসেল মাহমুদ জিমি, ৩৬ মিনিটে সাইফ খান ও ৪৪ মিনিটে কিরেন ইয়ান গোভার্সের গোলে ৫-২ গোলে এগিয়ে যায়। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ওয়ালটন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল গোল করে ব্যবধান কমান। তবে ৫৫ মিনিটে সাইফ খান তার দ্বিতীয় গোল করলে মোনার্ক মার্ট পদ্মা ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

দুই দলের লড়াইয়ে অবশ্য চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন মোনার্ক মার্ট পদ্মার অস্ট্রিয়ান তারকা কিরেন ইয়ান গোভার্স। তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

৬ নভেম্বর রোববার নিজেদের ষষ্ঠ ম্যাচে ওয়ালটন ঢাকা সন্ধ্যা ৭টায় সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনার মোকাবেলা করবে।

Rent for add