নিজস্ব প্রতিবেদক : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ২৩:০৭:৫৯
ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক হেরে চলেছে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা। আজ শুক্রবার তারা ০-১ গোলে হেরেছে একমি চট্টগ্রামের কাছে।
সাইফ পাওয়ারটেকের এটি ছিল টানা পঞ্চম পরাজয়। অন্যদিকে ৫ ম্যাচে একমি চট্টগ্রামের এটি চতুর্থ জয় ছিল। তারা ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে মেট্টো এক্সপ্রেস বরিশালের সঙ্গে শীর্ষে রয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রাতের এ ম্যাচে একমি-সাইফ প্রথম কোয়ার্টারে একে অপরের বিপক্ষে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করেছে।
কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের ২৩ মিনিটে ভারতীয় খেলোয়াড় দেবিনান্দার বাল্মিকির গোলে এগিয়ে যায় চট্টগ্রাম একমি।
এরপর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে বেশ কয়েকবার পাল্টা আক্রমণ গড়ে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা ম্যাচে ফিরতে পারেনি।
শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দেবিনান্দার বাল্মিকির একমাত্র গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে একমি চট্টগ্রাম।
উল্লেখ্য টি স্পোর্টস ও টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে এ ম্যাচটি মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে।
Rent for add