• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জয়ে ফিরেছে মেট্টো

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মার বিপক্ষে সহজ জয় পেয়েছে মেট্টো এক্সপ্রেস বরিশাল। আজ শুক্রবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজ লিগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরিশাল ৪-১ গোলে পদ্মাকে পরাজিত করে।

৫ ম্যাচে এটি বরিশালের চতুর্থ জয়। এ জয়ের ফলে তারা ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে সমান ম্যাচে পদ্মার এটি ছিল চতুর্থ পরাজয়। তাদের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলা গড়ানোর মাত্র ৪ মিনিটের মধ্যেই মালয়েশিয়ান খেলোয়াড় আখিমুল্লা ইসহাকের ফিল্ড গোল থেকে মেট্টো এক্সপ্রেস বরিশাল (১-০) এগিয়ে যায়। তবে শুরুতে পিছিয়ে পড়া মোনার্ক মার্ট পদ্মার কিরেন গভার্স ফিল্ড গোল করে দলকে ১৪ মিনিটে সমতায় (১-১) ফেরান।

আক্রমণ-পাল্টা আক্রমণ থেকে উভয় দলের গোল পাওয়া দেখে সবার ধারণা ছিল ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতার আভাস ছড়াবে। কিন্তু পদ্মা সমতায় ফিরলেও পরে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।

বরিশালের মালয়েশিয়ান খেলোয়াড় আখিমুল্লা ইসহাক পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড (২-১) এনে দেন। এটি ম্যাচে তার দ্বিতীয় গোল ছিল। এদিকে পদ্মা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও পাল্টা আক্রমণ থেকে সুবিধা করতে পারছিল না।

বরিশালের মুহুমুহু আক্রমণের মুখে একটা সময় চাপে পড়ে পদ্মা রীতিমতো ম্যাচের হালই ছেড়ে দেয়। ফলশ্রুতিতে ২৮ মিনিটে মামুনুর রহমান চয়ন পেনাল্টি থেকে (৩-১) এবং ৫৭ মিনিটে সারওয়ার মোর্শেদ ফিল্ড গোলে (৪-১) বরিশালকে সহজ জয় এনে দেন।

উল্লেখ্য টি স্পোর্টস ও টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে এ ম্যাচটি মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে।

 

Rent for add