• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

প্রীতি হকি ম্যাচে কেউ হারেনি

হকির ম্যারাডোনাখ্যাত পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক কিংবদন্তি শাহবাজ আহমেদ-এর সম্মানে আজ শুক্রবার বাংলাদেশ হকি ফেডারেশন এক প্রীতি ম্যাচের আয়োজন করে।

মওলানা ভাসানী জাতীয় জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রীতি ম্যাচে কেউই জয়ের মুখ দেখেননি। আবার কেউ হার নিয়েও মাঠ ছাড়েননি। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

উল্লেখ্য শাহবাজ আহমেদ হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মার পরামর্শক হিসেবে ঢাকায় অবস্থান করছেন। বিশ্বের অন্যতম সেরা হকি খেলোয়াড় শাহবাজ আহমেদ বাংলাদেশে অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয়। নব্বইয়ের দশকে তিনি মোহামেডানের জার্সিতে ঢাকার হকি মাঠ মাতিয়ে গেছেন।

Rent for add