নিজস্ব প্রতিবেদক : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ৩:১১:৫৩
অবশেষে ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির অদম্য দল মেট্রো এক্সপ্রেস বরিশালের জয়রথ থামিয়ে দিলো রূপায়ণ সিটি কুমিল্লা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা ৪-৩ গোলে বরিশালকে পরাজিত করে। এটি তাদের টানা দ্বিতীয় জয়। অন্যদিকে ৪ ম্যাচে বরিশালের এটি ছিল প্রথম হার।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মেট্টো এক্সপ্রেস শুরুতে দুই গোলে এগিয়ে যায়। এরপর রূপায়ণ দুই গোল পরিশোধ করে সমতায় ফেরে। শুধু তাই নয়, এক সময় তারা আবার এগিয়েও যায়। পিছিয়ে পড়ে মেট্টো গোল পরিশোধ করে সমতায় ফিরে ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি নিজেদের করে নেয় রূপায়ণই।
দুর্দান্ত জয় পাওয়া কুমিল্লার হয়ে এ ম্যাচে হ্যাটট্রিক করেন মালয়েশিয়ান খেলোয়াড় কিম সং ওয়েব। অপর গোল করেন সোহানুর রহমান সবুজ। বিপরীতে বরিশালের হয়ে মালয়েশিয়ান খেলোয়াড় আখিমুল্লা ইসহাক জোড়া গোল করেন। আর ফজলে হোসেন রাব্বি করেন এক গোল।
যদিও প্রথম কোয়ার্টার গোলশূণ্য ছিল। তবে ১৬ মিনিটে রাব্বির ফিল্ড গোলে বরিশাল (১-০) এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারের ৪০ মিনিটে আখিমুল্লা ব্যবধান দ্বিগুণ (২-০) করেন।
তবে ৪২ মিনিটে পিসি থেকে কুমিল্লার কিম সং (২-১) ব্যবধান কমান। এরপর ৪৪ মিনিটে কিম সংয়ের গোলে সমতায় ফেরে কুমিল্লা (২-২)।
দলকে সমতায় ফেরানোর পর ৪৮ মিনিটে কিম সং নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি কুমিল্লাকে (৩-২) লিড এনে দেন। কিন্তু ৫৬ মিনিটে আখিমুলার ফিল্ড গোলে সমতায় ফেরায় বরিশালকে (৩-৩)। তবে ৫৮ মিনিটে সোহানুরের গোলে (৪-৩) জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা।
Rent for add