নিজস্ব প্রতিবেদক : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ৩:৩০:২৬
ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’ দুইবার পিছিয়ে পড়েও দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়ালটন ঢাকা। বৃহস্পতিবার তারা ৫-২ গোলে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনাকে পরাজিত করে। এ জয়ের ফলে ওয়ালটন ৪ ম্যাচের ২টিতে জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে অবস্থান করছে। অন্যদিকে চার ম্যাচের চারটিতে হেরে খুলনা পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রাতের এ ম্যাচে ওয়ালটনের দুই আইকন মো. আশরাফুল ইসলাম ও এসভি সুনীল দুটি করে এবং অপর গোল করেন মো. আজরি হাসান। তবে সাইফের হয়ে গিদো বেইরোস ও মার্টিন গোল করেন।
মাঠে বল গড়ানোর মাত্র ১২ মিনিটের মধ্যেই আর্জেন্টিনার ফরোয়ার্ড গিদো বেইরোস গোলে সাইফ পাওয়ারটেক ১-০ গোলে এগিয়ে গিয়ে ওয়ালটনকে পেছনে ফেলে দেয়। তবে ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সুনীলের পুশ আলফেন্দি আবু সুরিয়া স্টপ করলে সে থেকে অধিনায়ক আশরাফুলের হিটে ১-১ গোলে সমতায় ফেরে।
কিন্তু প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সাইফ পাওয়ারটেকের মার্টিন গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। যদিও দ্বিতীয় কোয়ার্টারে উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করেও কোনো গোল পায়নি।
তবে তৃতীয় কোয়ার্টারের ৩৪ মিনিটে ২-২ গোলে সমতায় ফেরে ওয়ালটন ঢাকা। পেনাল্টি স্ট্রোক থেকে ভারতীয় তারকা ও আইকন প্লেয়ার সুনীল এ গোল করেন। এরপর ৪৩ মিনিটে আরও একটি পেনাল্টি স্ট্রোক থেকে আবারও সুনীল গোল করেন। তাতে ওয়ালটন ৩-২ গোলে এগিয়ে যায়।
এরপর তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে মালয়েশিয়ান মো. আজরি হাসানের গোলে ৪-২ করে খুলনাকে পেছনে ফেলে ঢাকা। চতুর্থ কোয়ার্টারে ৪৯ মিনিটে পেনাল্টি কর্নারে পুশ করেন সুনীল। স্টপ করেন মালয়েশিয়ান মিডফিল্ডার আব্দুল খালিক হামিরিন। আর আশরাফুলের হিটে গোল হয়। শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ালটন।
চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে ওয়ালটন ঢাকার আইকন খেলোয়াড় এসভি সুনীল ম্যাচসেরা হন। তার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও ওয়ালটন ঢাকার ম্যানেজার এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
শুক্রবার ওয়ালটনের কোনো ম্যাচ নেই। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়ালটন ঢাকা খেলবে মোনার্ক পদ্মার বিপক্ষে।
Rent for add