• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ওয়ালটনকে হারিয়ে জয়ে ফিরেছে একমি

হকি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম শিরোপা প্রত্যাশী একমি চট্টগ্রাম ফের জয়ে ফিরেছে। আজ বুধবার তারা ৩-১ গোলে হারিয়েছে ওয়ালটন ঢাকাকে। এ জয়ের ফলে একমি ৪ ম্যাচে ৯ পয়েন্ট এবং ওয়ালটন ৩ ম্য্যাচে ৩ পয়েন্ট পেয়েছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ওয়ালটন-একমির মধ্যকার প্রথম দুই কোয়ার্টার বেশ প্রাণবন্ত ছিল। প্রথম কোয়ার্টার গোলশূন্য ছিল। দ্বিতীয় কোয়ার্টার ছিল ১-১ গোলে ড্র। ১৮ মিনিটে জার্মানীর হিনরিচের গোলে একমি এগিয়ে গেলে ২১ মিনিটে আশরাফুলের গোলে সমতায় ফেরে ওয়ালটন।

তবে তৃতীয় কোয়ার্টার থেকে একমি ম্যাচটিকে নিজেদের করে নিতে শুরু করে। এ সময় ছন্দহারা ওয়ালটন প্রতিপক্ষের আক্রমণের মুখে খুব একটা সুবিধা করতে পারছিল না।

পরিকল্পিত আক্রমণ থেকে ৩৭ মিনিটে ভারতীয় খেলোয়াড় দেবিনান্দার বাল্মিকির গোলে একমি চট্টগ্রাম ফের ২-১ গোলে এগিয়ে যায়। ওয়ালটন ঢাকা অবশ্য পাল্টা আক্রমণে এসেও গোল পরিশোধ করতে পারছিল না।

তবে ৪৪ মিনিটে ফরহাদ আহমেদ সিটুলের গোলে ৩-১ গোলে সহজ জয়ের পথে হাঁটতে শুরু করে একমি। অবশিষ্ট সময়ে ওয়ালটন আর কোনো গোল পরিশোধ করতে না পারায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েছে একমি।

Rent for add