• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

রূপায়নের কাছে ফের মোনার্কের হার

ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারো রূপায়ন সিটি কুমিল্লার কাছে হেরেছে সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা। আজ রূপায়ন ৪-৩ গোলে মোনার্ককে পরাজিত করে। এর আগে তারা প্রথম দেখায় ৩-২ গোলে হারিয়েছিল।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ ২ নভেম্বর বুধবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। ম্যাচে প্রথম গোল হয় ২২ মিনিটে। পুস্কর ক্ষিসা মিমো দারুণ এক গোলে এগিয়ে দিয়েছিলেন রূপায়ন সিটি কুমিল্লাকে। পরের মিনিটেই ওবায়দুল হাসান জয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে কুমিল্লা।

সংঘবদ্ধ একটি আক্রমণ থেকে ২৭ মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান কমিয়েছিলেন মোনার্ক পদ্মার কৃষ্ণ কুমার। ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে কুমিল্লা। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নারে গোল করে কুমিল্লাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন সোহানুর রহমান সবুজ।

৪২ ও ৪৩ মিনিটে দুটি গোল করে ম্যাচে নাটকীয়তা ফিরিয়ে আনে মোনার্ক পদ্মা। ৪২ মিনিটে মিয়া তানিমিতসু ও ৪৩ মিনিটে সি জং গোল করেন। দুই মিনিটে জাপান ও কোরিয়ান খেলোয়াড়ের গোলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে ম্যাচে।

তখন মনে করা হয়েছিল লিগে প্রথম ড্র ম্যাচ দেখতে যাচ্ছে দর্শক। তবে সেটা আর হতে দেননি রূপায়ন সিটির অধিনায়ক সোহানুর রহমান সবুজ। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এনে দেন নাটকীয় জয়।

Rent for add