• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

মেট্রো এক্সপ্রেসের টানা তৃতীয় জয়

ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম শিরোপা প্রত্যাশী মেট্রো এক্সপ্রেস বরিশাল জয়ের ধারা অব্যাহত রেখেছে। এ নিয়ে দলটি টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে তারা ৪-৩ গোলে হারিয়েছে অপর শিরোপা প্রত্যাশী একমি চট্টগ্রামকে।

এ জয়ের ফলে ৩ ম্যাচে বরিশাল ৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে চট্টগ্রাম। তবে রূপায়ণ সিটি কুমিল্লা, ওয়ালটন ঢাকা ও মোনার্ক মার্ট পদ্মার সংগ্রহ ৩ পয়েন্ট করে। গোল গড়ে তৃতীয় স্থানে আছে রূপায়ণ সিটি কুমিল্লা। পয়েন্টের মতো গোল গড়েও সমতা ওয়ালটন ঢাকা ও মোনার্ক পদ্মার। যদিও ৩ ম্যাচ শেষে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা এখনো পয়েন্টের মুখ দেখেনি।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে একমি-মেট্রোর ম্যাচটি শুরু থেকেই উত্তাপ ছড়াতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণে নীল টার্ফ হয়ে উঠে আরো প্রাণবন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত এ ম্যাচে ক্ষণে ক্ষণে রঙ পাল্টেছে। কখনো একমি আবার কখনো মেট্টো ম্যাচে এগিয়ে ছিল। তবে সাত গোলের থ্রিলারে শেষ হাসি হেসেছে অবশ্য মেট্রো এক্সপ্রেস বরিশাল।

১৪ মিনিটে নিলয়ের ফিল্ড গোলে একমি এগিয়ে যায়। ১০ মিনিট পর ফিল্ড গোলে মেট্রোকে সমতায় ফেরান রোমান। ২৭ মিনিটে ইমনের ফিল্ড গোলে এবার এগিয়ে যায় মেট্রো। ৩৬ মিনিটে চয়নের পেনাল্টি কর্নারে ব্যবধান দাঁড়ায় ৩-১ গোলে। ৫১ মিনিটে পিসি থেকে শিটুল একটি গোল পরিশোধ করলে স্কোর লাইন ৩-২ হয়। এরপর ৫৩ মিনিটে শিটুলের পেনাল্টি স্ট্রোকে ৩-৩ সমতায় ফেরে একমি। এর দুই মিনিট পর পাল্টা আক্রমণে দুই ডিফেন্ডার ও গোলরক্ষক সজিবকে কাটিয়ে মালয়েশিয়ান ফিতরি বিন সারির দারুণ এক গোলে মেট্রো এক্সপ্রেসকে (৪-৩) জয় এনে দেন।

Rent for add