নিজস্ব প্রতিবেদক : ২ নভেম্বর ২০২২, বুধবার, ৬:৩৯:২৮
ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা অবশেষে হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম জয় পেয়েছে। মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারা ৬-৩ গোলে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনাকে পরাজিত করে।
তিন ম্যাচে মোনার্ক মার্ট পদ্মার এটি ছিল প্রথম জয়। অন্যদিকে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনার ছিল টানা তিন হার।
তবে ম্যাচে দারুণ শুরু ছিল খুলনার। তৃতীয় মিনিটে খোরশেদের পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। ১১ মিনিটে জিমি গোল করে ম্যাচে ফেরান পদ্মাকে। ৩৭ মিনিটে ভারতের সাইফ খানের গোলে এগিয়ে যায় পদ্মা। কিন্তু খোরশেদের আরেকটি পেনাল্টি কর্নারের গোলে ম্যাচে ফেরে খুলনা।
২৮ ও ৫৪ মিনিটে জোড়া গোল করে পদ্মাকে জয়ের দিকে নিয়ে যান নাইম উদ্দিন। ৫৫ মিনিটে কৃষ্ণ কুমার ও ৫৮ মিনিটে জাপানের মিয়ো তানিমিতসো গোল করলে ৬-২ গোলে এগিয়ে যায় মোনার্ক পদ্মা। ম্যাচ শেষ হওয়ার আগে মিনিটে গোল করে খুলনার হারের ব্যবধান কমিয়েছেন অস্ট্রেলিয়ার মর্টিজ ফ্রে।
Rent for add