নিজস্ব প্রতিবেদক : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৪:০২:৫২
আজ ১ নভেম্বর মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র দু’টি ম্যাচ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম ম্যাচে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা ও ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা একে অপরের মুখোমুখি হবে। উভয় দল এরিমধ্যে দু’টি করে ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি। উভয়েই দু’টি করে ম্যাচ হেরেছে।
এদিকে রাত সোয়া ৮টায় দ্বিতীয় ম্যাচে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দুই শিরোপা প্রত্যাশী একমি চট্টগ্রাম ও মেট্টো এক্সপ্রেস বরিশাল পরস্পরের মোকাবেলা করবে। ইতোমধ্যে তারা টানা দু’ ম্যাচে জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে রয়েছে।
উল্লেখ্য টি-স্পোর্টস আজ সাইফ-মোনার্ক ও একমি-মেট্টো এই দু’টি ম্যাচ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে।
Rent for add