• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ঘুরে দাঁড়ালো ওয়ালটন ঢাকা

রূপায়ন সিটি কুমিল্লার বিপক্ষে দারুণ এক জয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়ালটন ঢাকা। সোমবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজি হকির এ আসরে ওয়ালটন ৪-৩ গোলে রূপায়নকে পরাজিত করে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ওয়ালটনের অধিনায়ক মো. আশরাফুল ইসলাম একই করেন দু গোল। তবে একটি করে গোল করেছেন আলফান্দি আলি সুরিয়া ও আবেদ উদ্দিন। অপরদিকে রূপায়নের সোহানুর রহমান সবুজ, কিম সুং ইয়োব ও রিপন কুমার গোল করেন।

প্রথম কোয়ার্টারেই ওয়ালটন ঢাকার দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতে পারছিল না রূপায়ন সিটি কুমিল্লা। এক পর্যায় ওয়ালটন ৩-০ গোলেও এগিয়ে ছিল। তবে দ্বিতীয় কোয়ার্টার থেকে ছন্দে ফেরতে শুরু করে রূপায়ন। ফলে তৃতীয় কোয়ার্টারে পাল্টা আক্রমণে ম্যাচটিকে জমিয়ে তোলে রূপায়ন।

যদিও ম্যাচের ৫৫ শতাংশ বলের দখল ছিল ওয়ালটন ঢাকার কাছে। এছাড়া তারা ২০টি শট নিয়েছিল। অন্যদিকে রূপায়নের কাছে ছিল ৪৫ শতাংশ বলের দখল। তারা শট নিয়েছিল ১২টি।

প্রথম কোয়ার্টারেই ২ গোলে লিড নেয় ওয়ালটন। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে সুনীলের নেওয়া পিসিতে গোল করেন আশরাফুল। ১৫ মিনিটে আবারও পেনাল্টি কর্নার পায় ওয়ালটন। আবারও সুনীলের কর্নার থেকে আশরাফুল গোল করেন।

দ্বিতীয় কোয়ার্টারে ৩-০ করে ফেলে ওয়ালটন। ২০ মিনিটে সুরিয়া ফিল্ড গোল করেন। তবে ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে কুমিল্লার অধিনায়ক সবুজ।

কিন্তু ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবেদ গোল পেলে ৪-১ গোলে এগিয়ে যায় ওয়ালটনের। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। ৩২ ও ৩৯ মিনিটে যথাক্রমে কিম সুং ইয়োব ও রিপন গোল করে ম্যাচ জমিয়ে তোলেন।

কিন্তু এরপর আর কোনো গোল না হওয়ায় ৪-৩ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ালটন।

চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হন ওয়ালটনের অধিনায়ক আশরাফুল। তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও ওয়ালটন ঢাকার ম্যানেজার এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

উল্লেখ্য ওয়ালটন ঢাকা প্রথম ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালের কাছে ২-১ গোলে পরাজিত হয়। তবে রূপায়ন সিটি প্রথম ম্যাচে ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মাকে ৩-২ গোলে পরাজিত করে।

Rent for add