• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

সাকিবের পদ্মাকে গোলবন্যায় ভাসালো একমি

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের মোনার্ক পদ্মাকে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দিনে গোলবন্যায় ভাসালো একমি চট্টগ্রাম। এক তরফার এ ম্যাচে একমি চট্টগ্রাম ৭-১ গোলে মোনার্ক পদ্মাকে পরাজিত করে।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে একমি চট্টগ্রামের এটি ছিল টানা দ্বিতীয় জয়। অন্যদিকে মোনার্ক পদ্মার ছিল টানা দুই হার।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামেশিনিবার রাতে ভারতীয় খেলোয়াড় দেবিনান্দার বাল্মিকির হ্যাটট্রিকের উপর ভর করে একমি চট্টগ্রাম ৭-১ গোলে মোনার্ক পদ্মাকে শোচনীয়ভাবে পরাজিত করে।

দেবিন্দার বাল্মিকি মাত্র ১৫ সেকেন্ডে প্রথম গোল করে এ টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্রুততম গোল করার কৃতিত্ব দেখান। এরপর ২২ ও ২৫ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম হ্যাটট্রিক করেন। প্রথম ম্যাচে ওয়ালটন ঢাকার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে দুটি গোল ছিল দেবিন্দারের। এ নিয়ে দুই ম্যাচ ৫ গোল করলেন তিনি।

৩৩ মিনিটে মোনার্ক পদ্মা অবশ্য একটি গোল করে ব্যবধান কমিয়ে পরে আরো চারটি গোল খেয়েছে। পদ্মার হয়ে গোল করেন কিং চিংলেসানা।

একমি চট্টগ্রাম একচেটিয়ে আধিপত্যে বিস্তার করে খেলে। তাসিন ও রাজিব দাসের গোলে তারা ৫-১ ব্যবধানে এগিয়ে সহজ জয়ের পথে হাঁটতে শুরু করে। এরপর সিটুলের ও মেহেদী হাসানের গোল একমি চট্টগ্রাম ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

উল্লেখ্য ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে একমি চট্টগ্রাম এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে টেবিলের তলানীতে রয়েছে মোনার্ক পদ্মা।

Rent for add