• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

মেট্রো এক্সপ্রেসের কষ্টার্জিত জয়

হকি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম শিরোপা প্রত্যাশী মেট্রো এক্সপ্রেস বরিশাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে কষ্টার্জিত জয় নিয়ে মাঠে ছেড়েছে। শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারা ২-১ গোলে ওয়ালটন ঢাকাকে পরাজিত করে। এক সময়ে প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।

আক্রমণ-পাল্টা আক্রমণ দিয়ে মাঠে গড়ানো এ ম্যাচে মেট্রো এক্সপ্রেস-ওয়ালটন একে অপরের সীমানায় সম্ভাব্য গোলের সুযোগ পেলেও প্রতিদ্বন্দ্বিতামূলক এ লড়াইটি প্রথমার্ধ পর্যন্ত গোলশূন্য ছিল।

বিশেষ করে প্রথম দুই কোয়ার্টারে উভয় দল কাঙ্খিত গোলের দেখা না পেলেও বিরতির পর ঢাকা-বরিশাল গোল পেতে মরিয়া হয়ে উঠে।

তৃতীয় কোয়ার্টারর দ্বিতীয় মিনিটে দ্বীন ইসলাম ইমনের গোলে মেট্রো এক্সপ্রেস বরিশাল (১-০) এগিয়ে যায়। অভিজ্ঞ ডিফেন্ডার মামুনুর রহমান চয়নের পাস থেকে বলে স্টিক লাগিয়ে লক্ষ্যভেদে সফল হন ইমন।

কিন্তু ৫ মিনিটের মধ্যেই সমতায় ফেরে ওয়ালটন ঢাকা। একটি পরিকল্পিত আক্রমণ থেকে রকিবুল হাসান রকি এ গোল (১-১) করেন।

তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি যখন ড্রয়ের পথে হাঁটছিল ঠিক তখনই খেলা শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে মালয়েশিয়ান ফরোয়ার্ড আখিমুল্লাহ এশোখ মেট্রো এক্সপ্রেস বরিশালকে দারুণ এক গোল উপহার দেন। শেষ পর্যন্ত ওই গোলই (২-১) জয়সূচক হয়ে দাঁড়ায়। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও পেয়েছেন তিনি।

 

Rent for add