• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

হার দিয়ে শুরু করেছে সাকিবের মোনার্ক পদ্মা

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’তে হার দিয়ে শুরু করেছে ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা। শুক্রবার রাতে তারা রূপায়ন সিটি কুমিল্লার কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলা মাঠে গড়ানোর মাত্র ২ মিনিটের মধ্যেই গোলের দেখা পেয়ে যায় রূপায়ন সিটি কুমিল্লা। সাইদুর রহমান সাজুর ফিল্ড গোলে ১-০ এগিয়ে যায় দলটি।

এরপর ৭ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেইনি রূপায়ন সিটি।

শুধু তাই নয়, ২৩ মিনিটে তৃতীয় গোল করেন পুস্কার ক্ষিসা মিমো। এটি হয়েছে ফিল্ড গোল। এরফলে মাত্র ২৩ মিনিটেই রূপায়ন সিটি ৩-০ গোলে এগিয়ে যায়।

পরপর তিন গোল হজম করার পর হুশ ফেরে সাকিবের দলের। সেই থেকে শুরু হয় গোল পরিশোধের পাল্লা। ৫৬ মিনিটে মিয়া তানিমিতসু একটি ফিল্ড গোলে মোনার্ক পদ্মা ৩-১ গোলে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করে।

আক্রমণ-পাল্টা আক্রমণের ধারাবাহিকতায় ৫৭ মিনিটে আরেকটি গোল পরিশোধ করে মোনার্ক পদ্মা। ফিল্ড গোল করেন সিও। তাতে আরো ব্যবধান কমে আসে ৩-২ গোলে।

ম্যাচের শেষ দিকে দারুণভাবে জ্বলে উঠেছিল মোনার্ক পদ্মা। শেষ মুহূর্তে দলটি সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। ফলে রূপায়ন সিটি কুমিল্লার হেরে যায় ৩-২ গোলের পরাজয় নিয়ে সাকিবের মোনার্ক পদ্মা মাঠ ছাড়ে।

Rent for add